মেসেঞ্জার দিয়ে ফটো এডিট করার উপায় (নতুন Ai আপডেট)

মেসেঞ্জারের নতুন একটি আপডেট এসেছে। সে আপডেটটির নাম হল মেটা-এআই। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই সুন্দর সুন্দর ফটো এডিট করে নিতে পারবেন। এছাড়াও মেটা এআই অনেক কাজ রয়েছে। 

আরো পড়ুনঃ- মেসেঞ্জারে মেসেজ ডিলিট করার উপায় (সহজে) ২০২৬

তবে আজকে আমি দেখাবো কিভাবে মেটা এআই দিয়ে ছবি এডিট করতে হয়। সাধারণত ছবি এডিট করতে গেলে আমাদের অনেক ধরনের অ্যাপস এর প্রয়োজন হয়।  কিন্তু মেসেঞ্জারে মেটা এআই একটি অপশন এসেছে যেটির মাধ্যমে খুব সহজে কোন প্রকার সফটওয়্যার ঝামেলা ছাড়াই, আপনি আপনার যে কোন ফটো এডিট করে নিতে পারবেন।

তাহলে চলুন দেখে নেই  মেটা এআই দিয়ে ছবি এডিট করার সহজ পদ্ধতি।

মেসেঞ্জার মেটা এআই দিয়ে ফটো এডিট পদ্ধতি ধাপে ধাপেঃ-

ধাপ-১:-

মেসেঞ্জার মেটা আই দিয়ে ছবি এডিট

প্রথমে আপনি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পর দেখতে পারবেন Meta Ai এর একটি অপশন রয়েছে। এখনে ক্লিক করুন।

ধাপ-২:-

মেসেঞ্জার মেটা এআই দিয়ে ফটো এডিট করুন সহজে

তারপর উপরের প্রথম স্ক্রিনশট এর মত আসবে, নিচের‌ + এ ক্লিক করবেন।

তারপর দ্বিতীয় স্ক্রিনশট এর মত অপশন দেখতে পাবেন, photos এ ক্লিক করুন।

আরো পড়ুনঃ- ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করুন (সহজ উপায়ে) ২০২৬

ধাপ-৩:-

মেসেঞ্জার মেটা এআই দিয়ে ফটো এডিট করুন সহজে

তারপর নিচের দিকে আপনার ফোনের গ্যালারি সকল ফটো শো করবে। এখান থেকে যেটা এডিট করতে চান সেটিতে ক্লিক করুন।

তারপর দ্বিতীয় স্ক্রিনশট এর মত, ছবিতে কি এডিট করতে চান, সেটি লিখতে পারেন, যেমন:- ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, মাথার চুল লাগাতে পারেন, কেপ লাগাতে পারেন, চশমা লাগাতে পারেন, ইত্যাদি এডিট করে নিতে পারেন। দেখুন আমি লিখলাম ব্যাকগ্রাউন্ডের সুন্দর একটি জায়গা লাগিয়ে দিতে। তারপর পাশের বাটনে ক্লিক করুন।

ধাপ-৪:-

মেসেঞ্জার মেটা এআই দিয়ে ফটো এডিট করুন সহজে

তারপর দেখবেন আপনার ছবি কয়েক সেকেন্ডের মধ্যে এডিট হয়ে যাবে। দেখুন প্রথম ছবি আমি দিয়েছিলাম।

দ্বিতীয় ছবি ব্যাকগ্রাউন্ড এডিট করে দিয়েছে।

যদি আপনি আরো কিছু এডিট করতে চান সেটি ওখানে লিখে দিবেন তাহলেই । আপনার চাহিদা অনুযায়ী মেসেঞ্জার মেটা এ আই ছবি এডিট করে দেবে।

আরো পড়ুনঃ- ফেসবুক ছবির জন্য বাংলা ক্যাপশন (কপি করুন) আর ব্যবহার করুন

উপসংহার।

আজকের এই পোস্টে আমরা জানলাম মেসেঞ্জার মেটা এআই দিয়ে ফটো এডিট করার সহজ উপায়। যদি আপনি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন। সমাধান দেওয়ার চেষ্টা করব।

আরো যদি অন্য কোন বিষয়ে জানতে চান তাহলে কমেন্টে জানান। তো আজকের মত এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

Post a Comment (0)
Previous Post Next Post