নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় (সহজ পদ্ধতিতে)

 বর্তমান সময়ে ফেসবুক আমাদের দৈনন্দিন যোগাযোগ, ব্যবসা ও বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু অনেক সময় হঠাৎ করে ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়া বা মনে না থাকার কারণে অ্যাকাউন্টে লগইন করা কঠিন হয়ে পড়ে।

তখন অনেক ব্যবহারকারী জানতে চান নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় কী এবং নিরাপদভাবে কীভাবে তা পুনরুদ্ধার করা যায়।

এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি, এবং ফেসবুক পাসওয়ার্ড চেক করার পদ্ধতি আলোচনা করবো, যা নতুন ও পুরনো উভয় ব্যবহারকারীর জন্যই উপকারী হবে।

আরও পড়ুনঃ মেসেঞ্জারে ব্লক করা ফ্রেন্ড কে আনব্লক করার নিয়ম ২০২৬

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়:-

যদি আপনি কোন কারনে নিজের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচের দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করুন। এবং সেই মোতাবেক কাজ করুন। আশা করছি নিজের ধাপ গুলো অনুসরণ করলে ফেসবুক পাসওয়ার্ড বের করতে পারবেন।

আপনার ফোনের হোম স্ক্রিন থেকে Google Chrome ব্রাউজারটি ওপেন করুন। (উপরের প্রথম ছবিটির মতো)

আরও পড়ুনঃ ফেসবুক অ্যাপে ডার্ক মোড চালু করুন সহজে (এবং) সুবিধা ২০২৬

ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর উপরের ডান কোণায় থাকা তিনটি ডট (⋮) চিহ্নে ক্লিক করুন।

মেনুটি ওপেন হলে নিচের দিকে থাকা Settings লেখা অপশনটিতে ক্লিক করুন। (উপরের ছবিটির মতো)

সেটিংসের ভেতরে Google Password Manager নামে একটি অপশন পাবেন। আপনার সব সেভ করা পাসওয়ার্ড এখানেই থাকে। এটিতে ক্লিক করুন।

পাসওয়ার্ড ম্যানেজারে আসার পর আপনি অনেকগুলো ওয়েবসাইটের তালিকা দেখতে পাবেন। সেখান থেকে স্ক্রল করে facebook.com লেখাটি খুঁজে বের করুন এবং সেটির ওপর ক্লিক করুন। (পঞ্চম ছবিটির মতো)

নিরাপত্তার খাতিরে আপনার ফোনের স্ক্রিন লক (Fingerprint বা PIN) চাইবে। সেটি দেওয়ার পর আপনি আপনার ফেসবুক ইউজারনেম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। পাসওয়ার্ডের পাশে থাকা 'চোখ' (Eye icon) চিহ্নে ক্লিক করলেই পাসওয়ার্ডটি সো হবে।

আরও পড়ুনঃ ফেসবুক স্টোরি ডিলিট করুন সহজ নিয়মে (স্টেপ বাই স্টেপ পদ্ধতি) 2026

উপসংহার।

তো বন্ধুরা উপরে যে পদ্ধতি দেয়া হয়েছে। আশা করছি এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি খুব সহজেই ফেসবুক পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। তাই ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে চিন্তার কোন আর কারণ নেই

এই পোস্টের যদি কোথাও কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Post a Comment (0)
Previous Post Next Post